Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড়, খাগড়াছড়ি:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক সহ যে কোন ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ আগষ্ট ২০২৩ মঙ্গলবার দুপুরে রামগড় থানার আয়োজনে উপজেলা টাউন হলে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

 

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল বিশেষ অতিথির বক্তব্য দেন।

 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান।

 

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কে যে কোন তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানিয়ে প্রধান অতিথি খাগড়াছড়ি পুলিশ সুপার মুআক্তা ধর পিপিএম (বার) বলেন, র্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

Related Articles

Back to top button