Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড় সীমান্তে অবৈধভাবে দেশে আনার সময় ভারতীয় পোশাক জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে দেশে আনার সময় ১৪ লাখ ২৭ হাজার টাকার বিপুল পরিমান ভারতীয় পোশাক জব্দ করেছে বিজিবি।

 

সোমবার (২১ আগষ্ট) ভোর সাড়ে ৪টার সময় ব্যাটালিয়ন আওতাধীন উপজেলার পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় এসব পোশাক জব্দ করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল পাশ্ববর্তী পিলাকছড়া নামক স্থানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির টহল দলের উপস্থিতির টের পেয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।

 

পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো তল্লাশি করে ২২৮ পিস থ্রীপিচ, ২৭পিস লেহেঙ্গা ও এবং ২পিস শেরওয়ানি জব্দ করে নিয়ে আসে। জব্দকৃত এসব পোশাকের মূল্য আনুমানিক ১৪ লক্ষ ২৭ হাজার টাকা। বর্তমানে জব্দকৃত পোশাক সীতাকুণ্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর ছিদ্দিক সাইমুম বলেছেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button