খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে পানছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে পানছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট ২০২৩, শুক্রবার দুপুরে শহীদ ছাত্রনেতা তপন, এল্টন, যুবনেতা পলাশ সহ খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে ৭ হত্যাকান্ডের হোতা সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ পানছড়ি উপজেলা শাখা। বিক্ষোভ মিছিলটি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয় গেট থেকে শুরু করে বাবুরা পাড়া এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে পিসিপি পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীল চাকমার সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক পরিনীতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) এর প্রতিনিধি সুবোধ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক পরান্তু চাকমা প্রমূখ।
বক্তারা খাগড়াছড়ি স্বনির্ভর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ২০১৮ সালে ১৮ আগস্ট স্বনির্ভর ঘটনাটি রাষ্ট্রীয় বাহিনী তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড । পাহাড়ি জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনকে ধ্বংস করতে দমন-পীড়ন হত্যা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় বাহিনী নব্য মুখোশ সন্ত্রাসীদের দিয়ে স্বনির্ভর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল। এ ঘটনা ৫ বছর অতিক্রম হলেও এ রাষ্ট্র স্বনির্ভর হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠ তদন্ত ও বিচার করছেন না। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
এ সময় বক্তারা, স্বনির্ভর সাত হত্যাকাণ্ডের মদদদাতা সহ ঘটনার জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি, পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশের মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানান।