পানছড়িতে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত
পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামালের জন্ম গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যা যজ্ঞের শিকার হয়ে শাহাদত বরণ করেন তিনি। রক্তাক্ত ১৫ আগস্টে শেখ কামালই প্রথম শহিদ।
৫ আগষ্ট ২০২৩ শনিবার সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আহমেদ হাছান-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশিদ, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা ,বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সকাল ৯.৩০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ,ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন , উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।