Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে কিশোরী ও মাতৃসেবার মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি  :
১৯৯০ সালে ১১ জুলাই প্রথম বারের মতো ৯০ টি দেশে বিশ্ব জনসংখ্যা উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় পানছড়িতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও ইপসা সুখী জীবন প্রকল্পের উদ্যোগে “ জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন “ শ্লোগানে কিশোরী ও মাতৃসেবার মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হলো।

 

১১ জুন ২০২৩ মঙ্গলবার সাড়ে ১১ টায় উপজেলার চেঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কিশোরী ও মাতৃসেবা প্রদান করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তীরনা চাকমার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা সহকারী পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার সুভাষ বসু চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের ত্রিপাত চাকমা, মো. বাবুল মিয়া, সুজেশ চাকমা, খোকন চাকমা ,ইপসা সুখী জীবন প্রকল্পের দিপিকা চাকমা সহ সুবিধাভোগী কিশোরী ,মা ও শিশুরা অংশ গ্রহন করেন।

Related Articles

Back to top button