Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

প্রশিক্ষণে এসেও চিকিৎসা সেবা প্রদান করলো সেনাবাহিনী

পানছড়ি,খাগড়াছড়ি :
থেমে নেই দেশ সেবার কার্যক্রম । যেখানেই পথ চলা …সেথানেই অসহায়দের সহযোগীতার হাত বড়িয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় জেলার পানছড়ির সীমান্তবর্তী লোগাং ইউনিয়নে গ্রীষ্মকালীন প্রশিক্ষণে এসে চিকিৎসা সেবা প্রদান করলো বাংলাদেশ সেনাবাহিনী।

 

১৮ জুন’২০২৩, রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত লোগাং ইউনিয়ন পরিষদের মাঠে গ্রীষ্মকালীন বিশেষ প্রশিক্ষণে এডিএস হতে আগত দল দুর্গমে এলাকার চিকিৎসা বঞ্চিত অসহায়দের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করেন।

 

৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ,খাগড়াছড়ি রিজিয়নের মেডিকেল অফিসার, ক্যাপ্টেন জোবায়ের মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় ।

 

স্থানীয় বাসিন্দা আবু তালেব, বিনয় ত্রিপুরা ,শ্যামল চাকমা সহ অনেকেই সেনাবাহিনীর এমন সেবায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপজেলা সদর হতে লোগাং ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ১২হতে ১৩ কিলোমিটার। অনেকের রোগ থাকলেও অর্থাভাবে চিকিৎসা সেবা নিতে পারে না। সেনাবাহিনী মেডিক্যাল ক্যাম্পেইন করায় ঔষধ সহ চিকিৎসা সেবা দুটোই পেয়েছি।

Related Articles

Back to top button