Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ
এক বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ছাগলনাইয়া, ফেনী :
এক বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার হলেন ছাগলনাইয়ার হরিপুর গ্রামের মনির আহাম্মদ ওরফে আয়াছ ওরফে আজিজ নামে সাজাপ্রাপ্ত এক আসামি।
২৭ মে ২০২৩ শনিবার চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে ছাগলনাইয়া থানার এস আই সুস্ময় দাশগুপ্ত’র নেতৃত্বে পুলিশের একটি দল মনির আহাম্মদ ওরফে আয়াছ ওরফে আজিজ নামে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতার করে । গ্রেফতার মনির আহাম্মদ মৃত জাকির হোসেনের ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায়, আসামী মনির আহাম্মদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।