Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে সরকারী ব্রিজ ভেঙ্গে রড চুরির আংশিক রড উদ্ধার করেছে ডিবি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি  :
বহু আলোচিত পানছড়ি উপজেলার লোগাং সমিান্ত সড়কের সরকারি কালভাট ও ব্রীজ ভেঙ্গে চুরির লোহা উদ্ধার করেছে খাগড়াছড়ির গোয়েন্দা পুলিশ (ডিবি )।

উদ্ধার কৃত রড

উপজেলায সিমান্ত সড়কের  দিনে দুপুরে আরসিসি ব্রিজ ও দুটি কালভার্ট ভেঙ্গে রড চুরি করে নিয়েছিল দুর্বত্তরা। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করে। আদালত মামলাটির দায়িত্বভার প্রদান করেন খাগড়াছড়ি ডিবি’কে। খাগড়াছড়ির ডিবি পরিদর্শক মো: শামসুজ্জামান ও পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদের নেতৃত্বে মামলাটি নিয়ে কাজ শুরু করেন। অবশেষে দলটি ২৬ এপ্রিল (বুধবার) প্রাথমিকভাবে সফলতা অর্জন করেন। খাগড়াছড়ির ডিবি পরিদর্শক মো: শামসুজ্জামান জানান, মামলাটির দায়িত্বভার হাতে পাওয়ার পর বিভিন্ন ভাবে তদন্ত শুরু করি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি টিএন্ডটি টিলার নাজমুলের বসত ঘরের পিছন থেকে ৫৮ পিছ (৭৫৫ কেজি) বিভিন্ন সাইজের রড উদ্ধার করতে সক্ষম হয়।

 

লোহা গুলো বর্তমানে পানছড়ি থানা হেফাজতে আছে। তদন্ত অব্যাহত রয়েছে। স্বাক্ষী প্রমান সবকিছু হাতে এলেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Related Articles

Back to top button