Breakingকৃষিখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

হর্টিকালচার প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সফর

চেঙ্গী দর্পন প্রতিবেদক , মানিকছড়ি , খাগড়াছড়ি :
কৃষকদের পাহাড়ী এলাকায় ড্রিপ ইরিগেশন পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কর্তৃক আরএমটিপি- উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজার জাতকরণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় মাটিরাংগা ১০ নম্বর এলাকায় অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা হয়।

১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবারের সফরে মাটিরাংগা উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, আইডিএফ আরএমটিপি প্রকল্প ব্যাবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড এর পক্ষ থেকে রেজিওনাল ম্যানেজার রিয়াজ উদ্দিন সহ কাপ্তাই, রাংগামাটি, বান্দরবান, সদর ও মাটিরাংগা হতে কৃষকগন ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

উক্ত সফরে ড্রিপ ইরিগেশন সম্পর্কে উদ্যোক্তাদের বিষদ ধারণা ও তার কৌশল বর্নণা করা হয় এবং সরেজমিনে তা দেখানো হয়। উক্ত ভিজিটে কৃষক ও উদ্যোক্তারা ব্যাপক উপকৃত হয়েছে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

 

আইডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন উক্ত প্রকল্পটি মাটিরাংগা, খাগড়াছড়ি সহ রাংগামাটির কাপ্তাই, বান্দরবান সদর ও থানচি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

 

পিকেএসএফ – এর আরএমটিপি প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে, পিকেএসএফ এর মধ্যমে সমগ্র দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফল- ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরন শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পটি ১৪ টি জেলায় ২৪ টি উপজেলায় ৫১ হাজার উপকারভোগীর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে।

Related Articles

Back to top button