আলীকদমে ৫৭ বিজিবি’র উদ্যোগে ইফতার ও খাবার বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম , বান্দরবান :
মাহে রমজান উপলক্ষ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে ৪শ’ জন মুসলিম নর-নারীর মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।
১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ৫৭ বিজিবি-র সদর দফতরে ইফতার ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলাম, পিএসসি।
অন্যান্যদের মধ্যে সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল বাছিত, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, জুনিয়র কর্মকর্তা প্রমুখ।
৫৭ বিজিবি-র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলাম বলেন, ৫৭ বিজিবি দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা ও জন কল্যাণ মূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের অসহায়, হতদরিদ্র, দুঃস্থ, অনাথ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের সাথে ইফতারি ভাগাভাগির মাধ্যমে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে বিজিবি বদ্ধপরিকর বলে জানানো হয়।