ফটিকছড়িতে বাজার নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযান পরিচালনা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অভিযান পরিচালনা করেছে।
৩ মার্চ ২০২৩ সোমবার এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। এ সময় ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার ও সঙ্গীয় ফোর্স অভিযানে সহযোগিতা করেন।
এ সময় পণ্যের গায়ে মূল্য না রাখা সহ একাধিক অভিযোগে বিগ বাজার নামের একটি সুপার সপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চাউলের বস্তায় অতিরিক্ত দাম নেয়ায় কাশেম এন্ড ব্রাদ্রার্স নামের একটি মুদির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।
এছাড়াও একাধিক বিপনি বিতানে অভিযান পরিচালনা করে ত্রূটি ধরা পড়ায় প্রথমবারের মত সতর্ক করা হয।
এ ব্যাপারে চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন- ফটিকছড়ি থেকে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। তারই প্রেক্ষিতে আজকে বিবিরহাট বাজারে অভিযান চালিয়ে ২টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করে প্রাথমিক ভাবে সতর্ক করে দিয়েছি।
উল্লেখ্য বিগত এক সপ্তাহ ধরে ফটিকছড়ির বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। ২ এপ্রিল রবিবার অভিযান পরিচালনা করে নাজিরহাট বাজারে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২টি মামলা করে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।