Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

কাপ্তাই ওয়াগ্গা সাপছড়ি একাডেমিক ভবন উদ্বোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কাপ্তাই ওয়াগ্গা সাপছড়ি ২কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

 

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের উদ্বোধন করেন ।

 

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে পার্বত্যঞ্চলে সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

ওয়াগ্গা মৌজার হেডম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি অরুন তালুকদারের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তঞ্চঙ্গ্যা ধনার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংশুই চাইন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার জসীমউদ্দীন, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা।

Related Articles

Back to top button