নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে, চালক নিহত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি বোঝাই ট্রাক্টর নিয়িন্ত্রন হারিয়ে উল্টে চালক নিহত হয়েছে।
০২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মনিয়ন্ধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম শেখ পারভেজ (২২)। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ার শাহ আলম মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোর রাতে মাটি বুঝায় ট্রাক্টর নিয়ে কর্ণেল বাজার সড়ক ধরে মনিয়ন্ধের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি মনিয়ন্ধ এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় উপরের দিকে তোলার চেষ্টা করলে ট্রাক্টরে নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই চালক পারভেজের মৃত্যু হয়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।