Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে জাতীয় বীমা দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : জেলার রামগড়ে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ “।

 

১ মার্চ ২০২৩ বুধবার সকালে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সাদ্দাম হোসেন, আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর জোনাল ম্যানেজার আব্দুল করিম, বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি ডিজিএম পারভিন আক্তার প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন সরকার।

 

এ সময় সরকারী-বেসরকারী কর্মকর্তা, এনজিও, বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গন্যমান্যব্যক্তিবর্গ সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button