Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি : জেলার রামগড় পৌরসভা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে খাদ্য পন্য বিক্রি ও লাইসেন্স বিহীন কৃষি পণ্য বিপণন করার অপরাধে পৃথক অভিযানে ৩টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার দুপুরে রামগড় বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এই জরিমানা করেন।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স গ্রহণ ব্যতীত কৃষি পণ্য বিপণন করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।