![](https://chengidarpon.com/wp-content/uploads/2023/02/শ্রীনগর-1-780x470.jpg)
চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর , মুন্সিগন্জ : জেলার শ্রীনগরে সরকারি শিশু পরিবারের (বালক) শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাগ্যকুল সরকারি শিশু পরিবারে এই ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় অন্যান্যদের মধ্যে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল কাদির মিয়া, সহকারী কমিশনার ভূমি আবু বক্কর সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ে উপ পরিচালক মোঃ নূরুল হক মিয়া, সহকারি পরিচালক মাহবুব আলম,ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাত গাজী,শ্রীনগর ইউপি তাজুল ইসলাম, পাটাভোগ ইউপি হামিদুল খান মুন,হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায় উপস্থিত ছিলেন ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ ছাড়াও খুদে শিশুদের হাতে ব্যক্তি উদ্যোগে ক্রিকেট ও ফুটবল সামগ্রী তুলে দেন। উদ্বোধনের পূর্বে তিনি শিশু সদন চত্বরে একটি সবেদা ফলের গাছ রোপন করেন।