Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ইউনিয়ন পরিষদ পর্যায়ে দুর্যোগ ঝুঁকি নিরুপন কর্মশালা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি  :
জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ঝুঁকি নিরুপন ও ঝুকি হ্রাস কর্মপরিকল্পনা চুড়ান্ত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

১৪ ফেব্রুয়ারী ২০২২ মঙ্গলবার সকালে লিডারশিপ টু এনশিউর এড্ইকুয়েট নিউট্রিশন এর সহযোগিতায় দিন ব্যাপী দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে সমন্বয় সভায় দেবাশীষ চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে লিডার শিপ টু এনশিউর এড্ইকুয়েট নিউট্রিশন ( লিন) জেলা ম্যানেজার পংকজ ময় ত্রিপুরা, প্রজেক্ট ম্যানেজার আলো প্রিয় চাকমা, আইডিএফ প্রজেক্টের ডিআরআর এক্সপার্ট শংকর কুমার বিশ্বাস,উপ সহকারী কৃষি কর্মকর্তা নয়ন্টু চাকমা , উপ সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শরীফ উদ্দীন,উপজেলা ফ্যাসিলিটেটর ( লিন ) সুজন কান্তি চাকমা , ইউপি সদস্য- সদস্যাগন, স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তি বর্গ ,সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বত্যাঞ্চলের বিশেষ দূর্যোগ পাহাড়ি ঢল, বন্যা, পোকা মাকড়ের আক্রমণ, নদী ভাঙন,খরা, কাল বৈশাখী ঘুর্ণিঝড়, পাহাড় ধ্বস ও পানীয় জলের ব্যবস্থাপনা ও প্রতিরোধ বিষয়ে আলোচনায় উঠে আসে। একই সাথে যোগাযোগ ব্যবস্থা,কালভার্ট,বাঁধ ও আশ্রয়ন কেন্দ্র নির্মান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

Related Articles

Back to top button