পুকুর খননের মাটি ইট ভাটায় নেওয়ায় ৫ লাখ টাকা জরিমানা
মিরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি :
অপরিকল্পিত ভাবে এবং অনুমতি ব্যাতিরেকে পুকুরের মাটি খনন করে ইট ভাটায় ব্যবহারের দায়ে মিরসরাইয়ে এমএইচ বি আই ব্রিক ফিল্ডকে ৫লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৮ ফেব্রুয়ারী ২০২৩ বুধবার বিকেলে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরা বাদ এলাকার এম এইচ বি আই ব্রিক ফিল্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উক্ত ইট ভাটায় অপরিকল্পিতভাবে এবং অনুমতি ব্যাতিরেকে পুকুরের মাটি খনন করে ইট ভাটায় ব্যাবহারের দায়ে ইট ভাটা পরিচালক মোজাহের হক চৌধুরী কে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইন অমান্য করে মাটি খনন ও ইট ভাটায় ব্যবহারের দায়ে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এ কাজ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত ভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগীতা করেন।