খাগড়াছড়ি -র সম্মিলিত সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
” সংগঠন যার যার মানবতা সবার, দিন শেষে আমরা একই পরিবার ” শ্লোগানে খাগড়াছড়ি- র সম্মিলিত সেচ্ছাসেবী মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী ২০২৩ শুক্রবার আলুটিলার জার্ম প্লাজম সেন্টারে দিনব্যাপী মিলন মেলায় জেলার খাগড়াছড়ি সদর, দিঘীনালা,পানছড়ি, মাটিরাঙ্গা, বাঘাইছড়ির সেচ্ছাসেবী সংগঠন গুলো সম্মিলিত মেলায় অংশ গ্রহন করে।
মিলন মেলায় সংরক্ষিত নারী সাংসদ বাসন্তি চাকমা এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, প্রগতি সংঘের সাধারন সম্পাদক আবুল কালাম আযাদ , সাংবাদিক আজিমুল হক , সাংবাদিক আবু দাউদ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠক অপু দত্ত, প্রভাষক জহিরুল ইসলাম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপার ভাইজার রানা আহম্মেদ , সাংবাদিক ও স্বেচ্ছাসেবী মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, মিলন মেলার আহবায়ক ইশরাফিল খন্দকার, সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।
মিলন মেলায় আয়োজন নিয়ে নিজের অনুভুতি প্রকাশ করেন, হৃদয়ে বাঘাইছড়ি পিয়াল দত্ত, কেবিডির অর্থ সম্পাদক নুর হোসেন, মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট -এর আব্দুল মালেক, বিডি ক্লিন মেহেদি হাসান, যুব রেড ক্রিসেন্ট দিঘীনালা ইউনিটের জাকির হোসাইন, গোলাম আল মোদাচ্ছের সহ অনেকেই।
দিনশেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে আয়োজক কমিটির উদ্যোগে পুরস্কার বিতরন ও স্থানীয় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।