পানছড়িতে বিএনপি-র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি ও ২৭ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পানছড়ি উপজেলা বিএনপি।
১৬ জানুয়ারী ২০২৩ সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১০ দফা দাবি ও ২৭ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে পানছড়ি দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের করে জিরো পয়েন্টে পুলিশের বাধায় পরে । সেখান হতে ফিরে দলীয় অফিসের সামনে সমাবেশ করে।
উপজেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক ইব্রাহিমের সঞ্চালনায় উপজেলা সহ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপি-র সহ সভাপতি বেলাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি-র ক্ষুদ্রঋন ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া , উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক ইউসুফ আলী, তোফাজ্জল হোসেন, সহ উপজেলা বিএনপি-র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল বিরোধী দলীয় নেতা-কর্মী, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনকারী সকল মানবাধিকার কর্মী ও সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজনৈতিক কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি দিতে হইবে। দেশে সভা-সমাবেশ ও মত প্রকাশে কোনো বাঁধা সৃষ্টি না করা; সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচী পালনে প্রশাসন ও সরকারী দল কর্তৃক কোনো প্রকার হস্তক্ষেপ বা বাঁধা সৃষ্টি না করে নিরপেক্ষ একটি অর্ন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দাবি করে।