পুষ্টি বিষয়ক ইউপি স্টেক হোল্ডারদের লক্ষীছড়িতে শিখন সফর
চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
জেলার ইউনিয়ন পুষ্টি সমম্বয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম সদস্যদের নিয়ে শিখন ও পরিদর্শনকল্পে একই জেলার লক্ষীছড়িতে সফর অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী ২০২৩ বুধবার লিডারশিপ টু এনসিওর এডকুয়েট নিউট্রিশন প্রকল্পের সহযোগীতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউপি,চেঙ্গী ইউপি,দিঘীনালা উপজেলার বোয়ালখালী ইউপি,মহালছড়ি উপজেলার সদর ইউপি, মাইচছড়ি ইউপি-র পুষ্টি সমম্বয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম সদস্যগন একই জেলার লক্ষীছড়ি উপজেলায় পুষ্টি সমম্বয়ক কার্যক্রম পরিদর্শন ও শিখন সফরে অংশগ্রহন করে।
পরিদর্শন ও শিখন সফরে লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ,পানছড়ি উপজেলার লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা,চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, মহালছড়ি উপজেলার ইউপি চেয়ারম্যান রতন কুমার পাল,মাইচছড়ির ইউপি চেয়ারম্যান সাজাই মারমা,লিন প্রকল্পের কো অর্ডিনেটর ডরথী চাকমা, প্রজ্ঞা শুভ চাকমা, দিবাকর চাকমা,সুনয়ন চাকমা সহ ইউপি সদস্য সদস্যাগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সফরে পুষ্টির চাহিদা মিটাতে ফসল ফলনের জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার উপাদন, বাজার জাত করন, হাঁস ও মাছ চাষ প্রকল্প পরিদর্শন ও মত বিনিমিয় করা হয়।