বান্দরবানের আলী কদমে পর্যটকদের সুবিধার্থে আলীর গুহায় সিঁড়ি উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম , বান্দরবান :
আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনী (৩১বীর) সেনাজোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে নয়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পর্যটন স্পট আলীর গুহা (সুড়ঙ্গ) প্রবেশ মুখে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে নব-নির্মিত সিঁড়ি,শুভ উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান করেন সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল- মোঃ সাব্বির হাসান পিএসসি।
১৮ই ডিসেম্বর ২০২২ রবিবার সকালে উন্নয়ন মূলক উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আলীকদম সেনা জোন (৩১ বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে মেজর সাজ্জাদ শহিদ , উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন , মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন , জয়নাল আবেদীন, কফিল উদ্দীন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আলীকদম জোনের আওতাধীন অত্র উপজেলার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন মূলক কাজ অব্যাহত থাকবে। অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ চলমান আছে এবং থাকবে।
এরপর ৩১ বীর সেনা জোনের জোন কেন্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা,এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ গরীব ও দুঃস্থদের মাঝে ২,০৫,৫১২ টাকা আর্থিক অনুদান প্রদান ও আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরন করেন।