Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি লেডিস ক্লাব কর্তৃক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চেঙ্গী দর্পন .স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি জোনের আওতাধীন ভাইবোনছড়া মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে। অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে খাগড়াছড়ি লেডিস ক্লাব (খাগড়াছড়ি রিজিয়ন)।

 

বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) খাগড়াছড়ি জোনের আওতাধীন ভাইবোনছড়া মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি লেডিস ক্লাব কর্তৃক ১০০০জন অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মিসেস রাবেয়া জাহাঙ্গীর, সহ-সভানেত্রী খাগড়াছড়ি লেডিস ক্লাব, ডাঃ মাহফুজা আক্তার, সম্পাদিকা খাগড়াছড়ি লেডিস ক্লাব এবং মোসাম্মৎ জিন্নাত মোস্তারী (বীথি), কোষাধ্যক্ষ্য লেডিস ক্লাব। লেডিস ক্লাবের সদস্যদের মধ্যে মিসেস রোকসানা পারভিন, ডাঃ নুসরাত-নুর-আম্বিয়া এবং মিসেস সানজিদা দোলা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ শামীম রহমান, মেজর মোঃ জাহিদ হাসান, ওএসপি, জিএসও-২ (আই), ২০৩ পদাতিক ব্রিগেড, ভাইবোনছড়া সেনা সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিহাব উদ্দিন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় মত বিনিময় কালে খাগড়াছড়ি লেডিস ক্লাবের সহ-সভানেত্রী মিসেস রাবেয়া জাহাঙ্গীর বলেন, মানুষের মৌলিক অধিকার সমূহ যাতে সঠিক ভাবে ভোগ করতে পারে এবং সাম্প্রদায়িকতার বন্ধন কে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সকল ধরণের সহযোগীতা খাগড়াছড়ি লেডিস ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও চলমান থাকবে।

Related Articles

Back to top button