Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়ির মোল্লাপাড়া এলাকার চেঙ্গী নদীর পাশে ইজারা বিহীন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করেন ।

 

১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার দিবাগত রাতে ২০১০ এর ৪ ধারায় মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে রুবাইয়া আফরোজ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে উক্ত জরিমানা করেন।

স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের ইজারা ছাড়াই অবৈধ ভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী কয়েকটি মহল। পানছড়ির চেঙ্গী নদীর বিভিন্ন স্থান থেকে চলছে বালু খেকো সিন্ডিকেটের এই অবাধ বিচরণ।

 

এই সময় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ বলেন, চেঙ্গী নদীতে ইজারা বিহীন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ভাবে বালু উত্তোলন করে এলাকার ক্ষতি করার কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ইজারা দেওয়া স্থান থেকেই বালু উত্তোলন করতে হবে। এরপরও যদি বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button