খাগড়াছড়িতে আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা – ২০২২ অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার বিকালে বর্ডার গার্ড ব্যাটালিয়ন খাগড়াছড়ি সেক্টরের ব্যবস্থাপনায় লোগাং জোন বিজিবি হেড কোয়ার্টার প্রশিক্ষণ মাঠে আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়।
খেলায় বিজিবি খাগড়াছড়ি ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেঃ কর্নেল শাহ মোঃ ইশতিয়াক আহম্মেদ, পিএসসি, ৩ বিজিবি অধিনিায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম পিএসসি ,৩২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এইচ হাফিজুর রহমান, ওএসপি,পিএসসি ,৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ইস্তেয়াগ আহম্মদ, এসপিপি উপস্থিত ছিলেন।
ফাইনাল কাবাডি খেলায় ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন ও ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন টিমের খেলোয়াড়দের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঢাকা হতে আগত রেফারি মোঃ মনির হোসেন ও মোঃ আবুল কালাম কাবাডি ফাইনাল খেলা পরিচালনা করেন।