খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি শীলাচার বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

এস চাঙমা সত্যজিৎ ভ্রাম্যমান প্রতিনিধি ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় লতিবান ইউনিয়নের শীলাচার বন বিহারে ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে ।

শুক্র- শনিবার দুদিন ব্যাপি কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন করেন শীলাচার বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির। শুক্রবার দিবাগত রাত জেগে বেইন বুনার (বয়ন শিল্প) কার্যক্রম শুরু চলে । ভোরে সেই সব বয়নকৃত কাপড় সেলাই করে চীবর তৈরী করা হয়েছে । শনিবার বিকেলে ভিক্ষু সঙ্ঘের উপস্থিতিতে দান কার্য সম্পাদনের মাধ্যমে কঠিন চীবর দানানুষ্ঠান সস্পন্ন করা হয়েছে।

দানোত্তম কঠিন চীবর দানের শুক্রবার বিকালে অষ্টশীলাদের মাধ্যমে উপগুপ্ত মহাস্থবিরকে আমন্ত্রণ ও পূজা করা, আমন্ত্রিত অতিথি ভিক্ষু সঙ্ঘকে অভ্যর্থনা জানানো, সন্ধ্যায় উপস্থিত পূণ্যার্থীদের পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ, হাজার প্রদীপ প্রজ্বলন, চুলামণি চৈত্যের উদ্দেশ্যে আকাশ প্রদীপ উড্ডয়ন ও উৎসর্গ করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত দায়ক-দায়িকারা শনিবার ২২ অক্টোবর ২০২২ ভোরে গুণোত্তম পবিত্র ভিক্ষু সঙ্ঘের মঙ্গলাচারণ পাঠ , ভিক্ষু সঙ্ঘের শ্রামণ সঙ্ঘের ও অষ্টশীলাদের প্রাতঃ পিণ্ডদান করেন।

সকালে বৌদ্ধ ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে বুদ্ধ পতাকা উত্তোলন । ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিস্কার দান, সীবলী মহাস্থবির পূজা, উপগুপ্ত মহাস্থবির পূজা এবং নানাবিধ দানের মাধ্যমে উৎসর্গ করা হয়।

পূজনীয় ভিক্ষু সঙ্ঘের নিকট পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ, কল্পতরু দান, মহান কঠিন চীবর দান ও উৎসর্গ শেষে সারা বিশ্বের সকল প্রকার সত্ত্বদের সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে পরম পূজনীয় ভিক্ষু সঙ্ঘের নিকট আশীর্বাদ প্রার্থনা করা হয়।

শনিবার বিকালে আমন্ত্রিত অথিতিদের মধ্যে রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির , মিলনপুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধাতিষ্য মহাস্থবির, খাগড়াছড়ি ধর্মপুর আর্য বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মাধার মহাস্থবির, মহালছড়ির সারানাথ বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আর্য্য জ্যোতি মহাস্থবির, শীলাচার বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির, পানছড়ির তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ আদি কল্যাণ মহাস্থবির ধর্ম দেশনা প্রদান করেন।

বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়্যা আফরোজ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ,কঠিন চীবর দান উদযাপন কমিটির সভাপতি ও সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, ডা. জয়া চাকমা, সত্য নারায়ণ চাকমা, সভাপতি হেম রঞ্জন কার্বারী ও সাধারণ সম্পাদক সত্য প্রিয় চাকমা সহ উদযাপন কমিটির সদস্য সচিব সুরেশ কুমার চাকমা প্রমুখ।

সন্ধ্যায় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে সমাপ্তি হয়। এতে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ও এলাকার পূণ্যার্থীবৃন্দ এবং শীলাচার বন বিহারের উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকা, পূণ্যার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button