Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিক ছড়ি ,খাগড়াছড়ি :
জেলার মানিকছড়ি উপজেলা মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে উপজেলা থেকে বিসিএস উত্তীর্ণ, উচ্চতর ডিগ্রী প্রাপ্ত ও ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫০ জন মারমা কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

১৪ অক্টোবর শুক্রবার বিকেলে ২ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক কংজপ্রু মারমার স্বাগত বক্তব্যে ও উলাচাই মারমার উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংশেপ্রু মারমা।

মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা,প্রয়াত মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান সুইচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ সহ কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনায় ২০২১ সালে উপজেলা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫০ জন মারমা শিক্ষার্থীর পাশাপাশি বিসিএস উত্তীর্ণ চাইলাউ মারমা ( অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর), চাইথোয়াইহ্লা চৌধুরী ( উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাইম চর, চাঁদপুর ) , ডাক্তার নুনু মারমা, বিসিএস ( স্বাস্থ্য ), উচ্চতর ডিগ্রি ধারী ( নন বিসিএস) ডা. রাপ্রুসাই মারমা (এমবিবিএস কে ) সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

Back to top button