সাতকানিয়ায় তিনদিন ব্যাপী পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণের উদ্ভোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,সাতকানিয়া , চট্টগ্রাম :
চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্মত অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা শুরু হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, ও আনোয়ারা উপজেলার ৩৫ জন সাংবাদিক তিনদিন ব্যাপী এ কর্মশালায় অংশ নেন। আগামী মঙ্গলবার উক্ত কর্মশালা শেষ হবে।
পিআইবির সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকনের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ দেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন।