পানছড়িতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়ির লোগাং সড়কে মনিরামপুরে ট্রাক- সিএনজির সংঘর্ষে আহত রোগীদের একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
মনিরাম পুরের প্রত্যক্ষদর্শীরা জানায়,গত ৪ অক্টোবর ২০২২ বিকালে লোগাং সীমান্ত সড়কের নিয়মিত কাজের গাড়ি সমুহের জ্বালানী তেল নিয়ে যাওয়ার সময় ট্রাকটির বিপরিত দিক থেকে পূজা মন্ডপ থেকে আসা সিএনজি সাইড নিতে গিয়ে উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা পাঁচ আরোহী গুরুতর আহত হলে তাৎক্ষনিক পানছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় কবলিত পানছড়ির সাওতাল পাড়ার বাসিন্দা বৈশাখী সাওতাল (১৪) , চন্দ্র সেন সাওতাল (৬৫) , সুমন সাওতাল (২৪) , সুবর্ণ সাওতাল (৮) , রূপসী সাওতাল (৩৮) আহত হয় । পানছড়িতে তাদের অবস্থা সংকটাপন্ন হলে তাৎক্ষনিক খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
৫ অক্টোবর ৩ টায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চন্দ্র সেন সাওতাল (৬৫) মৃত্যবরন করে।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় পতিত ট্রাক ও সিএনজি থানা হেফাজতে আছে । আহত ও মৃত পরিবারের কেউ এখনো অভিযোগ করেনি। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।