Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ

রাঙ্গামাটিতে পাহাড়ের ৫ নারী ফুটবলারকে সংবর্ধনা বৃহস্পতিবার

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার , রাঙ্গামাটি :
নেপালের রাজধানী কাঠমুন্ডতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল গেমসে বাংলাদেশের অবিস্মরনীয় জয়ে পাহাড়ের ৫ নারী ফুটবলার আনাই, আনুছিং, রূপনা, রিতু ও মনিকাকে ও তাদের কোচ বীর সেন ও শান্তি মনিকে বিরোচিত সংবর্ধনা দিবে রাঙ্গামাটি জেলা পরিষদ, জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন।

২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুরে ঘাগড়া থেকে পাঁচ নারী ফুটবলারকে ছাদ খোলা গাড়িতে নিয়ে রাঙ্গামাটি শহরের উদ্দেশ্যে রওনা হবে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের দোয়েল চত্তর ঘুরে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে এসে বিজয় মিছিল শেষ হবে। পরে বিকেল ৪টায় স্টেডিয়ামে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়ার পর শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান।

রাঙ্গামাটির নানিয়াচরের ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়ো আদম গ্রামের রুপনা চাকমা সেরা গোল রক্ষক ও কাউখালী উপজেলার মঘাছড়ি ইউনিয়নের ঋতু পর্না চাকমা বাংলাদেশ টীম বিজয় অর্জনের পেছনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। তাদের এই ভুমিকা দেশ ও জেলার মানুষের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। অপর ৩ জন আনাই মাঘিনী, অনুচিং মাঘিনী মনিকা চাকমা খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমাদের বীর কন্যাদের বীরোচিত সংবর্ধনা দেওয়া হবে। এজন্য সব রকমের প্রস্তুতি নেয়া হচ্ছে। বাংলাদেশ নারী ফুটবল দলের অদম্য লড়াকু খেলোয়াড়েরা, যারা আমাদের বহু কাঙ্খিত স্বপ্নকে আলিঙ্গন করেছে, ছিনিয়ে এনেছে বহুল প্রত্যাশিত বিজয়, সেই সকল স্বপ্নসারথীদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে রাঙ্গামাটিবাসীকে স্বতস্ফুর্ত অংশ গ্রহন করার জন্য তিনি অনুরোধ জানান।

রাঙ্গাামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী জানান, একইদিন সাফ গেমস জয়ী পাহাড়ের ৫ খেলোয়ারকে ২ লাখ করে ১০ লাখ এবং স্থানীয় ২ জন কোচ বীর সেন চাকমা ও শান্তিময় চাকমাকে ৫০ হাজার করে ১ লাখ টাকা দিবে। এছাড়া তাদেরকে জাক জমকপুর্ণ ভাবে সংবর্ধনা দিবে।

Related Articles

Back to top button