পানছড়িতে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি,খাগড়াছড়ি :
পার্বত্যাঞ্চলের পাহাড়ের আঁনাচে কাঁনাচে প্রতিটি ধর্মীয় উপসানালয়ের পাশাপাশি সামাজিক উন্নয়নে কাজ করছে দেশ রত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এসে পাচউবো-র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা খাগড়াছড়ির পানছড়ির লতিবান মুখ মৈত্রী বৌদ্ধ বিহারের এ কথা বলেন।
১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার সকালে পাচউবো-র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা শান্তিপুর অরণ্য কুঠিরের শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির (প্রধান অধ্যক্ষ) এর সহিত সাক্ষাত ও ধর্মীয় প্রার্থনায় অংশগ্রহণ করেন। পরে পাচউবো-র বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে লতিবান মুখ মৈত্রী বন বিহার ভবন উদ্ভোধন ও লতিবান মুখ মৈত্রী বৌদ্ধ বিহারের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
শুভাশীষ চাকমার সঞ্চালনায় সত্য নারায়ন চাকমার সভাপতিত্বে ভবন উদ্ভোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পাচউবো খাগড়াছড়ি-র প্রকৌশলী মুজিবুল আলম , জেলা পরিষদের সদস্যা শতরুপা চাকমা , জেলা মহিলা লীগের সভানেত্রী সুইচিং মারমা, লতিবান ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা প্রমুখ।
এ সময় শান্তিপুর অরন্য কুঠির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, লতিবান মুখ মৈত্রী বন বিহার পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ , বিহারের ভান্তে , শ্রমণ ও দায়ক-দায়িকাগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।