আখাউড়া স্থলবন্দরে আমদানিকৃত গমের খালাস চলছে
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত গম খালাস শুরু করেছে আমদানিকারক প্রতিষ্ঠান।
০২ আগস্ট ২০২২ মঙ্গলবার দুপুর ৩টা থেকে খালাস কার্যক্রম শুরু হয়। দুই মাস বন্ধ থাকার পর গতকাল রোববার বিকেলে ৪৭টি ট্রাকে করে ১ হাজার টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থল বন্দরে। প্রতি টন ৩৫৫ মার্কিন ডলারে গমগুলো আমদানি করেছ টাঙ্গাইলের শারদা ট্রেডার্স।প্রতিষ্ঠানটির প্রতিনিধি তারাপদ দাস জানান, বন্দর কর্তৃপক্ষের পাওনা মিটিয়ে খালাসকৃত গমগুলো কুমিল্লা, সিলেট ও ফেনীতে পাঠানো হচ্ছে। তাদের প্রতিষ্ঠান ২৫০০ টন গমের এলসি খুলেছিল। তার বাকি চালানের গম আগামীকালের মধ্যেই বন্দরে এসে পৌঁছাবে।
জানা যায়, গত ১২ মে ২০২২ গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। ফলে নতুন করে গম আমদানির জন্য আর এলসি খুলতে পারেননি ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা জারির পূর্বে ১৪ হাজার টনেরও বেশি গম আমদানির জন্য এলসি খোলা থাকলেও বন্যার কারণে ত্রিপুরার সাথে ভারতের অন্য রাজ্যগুলোর সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে খোলা এলসির গম আমদানি করতে পারেনি ব্যবসায়িরা।