পানছড়িতে ইপসা সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে ইপসা সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
১৮ জুন শনিবার পানছড়িতে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা সমৃদ্ধি কর্মসূচির,আওতায় ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বিশেষ স্বাস্থ্য ক্যাম্পে প্রান্তিক জনগোষ্ঠীদের বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নাক ,কান ,গলা চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে এলাকার ১২৩ জন নাক কান গলা রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন।
এ সময় খাগড়াছড়ি সদর হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মিথন চাকমা,পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেকডক্যাল অফিসার ডাক্তার বিদর্শী চাকমা ,ইপসা সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা নুচিংপ্রু মারমা রোগীদের সেবা প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে ইপসা সমন্বয়কারী বাবু উজ্জ্বল চাকমা ,ইউপি মহিলা সদস্য মন্দিরা চাকমা ,পানছড়ি ইপসা শাখা ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন , সমাজ উন্নয়ন কর্মকর্তা, শুভ্র জ্যোতি চাকমা সহ এইচ ভি সকল স্টাফগন রোগীদের আন্তরিক সহযোগিতা করেন।