Breakingজাতীয়শীর্ষ সংবাদসারাদেশ

পানিবন্দি হয়ে পড়েছে সিলেট বিভাগের হাজারো মানুষ

চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার ,সিলেট : ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির তিনদিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে বাংলাদেশের সিলেট বিভাগের প্রায় সব জেলা।

গত তিন দিনে আসাম ও মেঘালয়ে প্রায় ২ হাজার ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, যা গত ২৭ বছরের মধ্যে তিন দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। প্রবল বর্ষণে সৃষ্ট ঢল ভাটিতে থাকা বাংলাদেশের সিলেট বিভাগের প্রায় সব জেলায় প্রবেশ করেছে।

চেরাপুঞ্জির ভাটিতে থাকা বাংলাদেশের সিলেট বিভাগের প্রায় কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১০৮ সেন্টি মিটার, সিলেটে ৭০ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে ১২০ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। সে কারণে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে ।

সিলেট বিভাগের প্রায় কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। শহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে বসতঘর সবজির জমি।

বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন শহরের বসবাসকারী মানুষ। অতিবৃষ্টির কারণে গ্রাম ও শহরের জনজীবন অচল হয়ে পড়েছে। প্রধান প্রধান সড়কগুলোতে এখন পানি। বৃষ্টির পানি হাওর গুলোতে জমে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

অপর দিকে পরিস্থিতি সামাল দিতে সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বন্যা দূর্গতদের উদ্ধারে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ।

Related Articles

Back to top button