বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পানছড়িতে আনন্দ শোভাযাত্রা
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি, খাগড়াছড়ি : মহাকারুণিক গৌতম বুদ্ধের জন্ম জয়ন্তী উপলক্ষে পানছড়ি উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আনন্দ শোভাযাত্রা উৎসব পালন করা হয়েছে ।
রবিবার ১৫ মে ২০২২ সকালে “সঙ্ঘ মৈত্রী বৌদ্ধ বিহারে হাজার মানুষের সমাগম ঘটে । পরবর্তীতে সঙ্ঘ মৈত্রী বৌদ্ধ বিহার থেকে শতাধিক বৌদ্ধ ভিক্ষুর উপস্থিতিতে পবিত্র বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে বৌদ্ধ নর-নারীদের সম্মিলিত জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা বের হয় ।শোভাযাত্রাটি পানছড়ি জিরো পয়েন্ট ঘুরে পুনরায় সঙ্ঘ মৈত্রী বৌদ্ধ বিহারে এসে শেষ হয় ।
পূণ্যানুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ পানছড়ি উপজেলার সভাপতি শ্রীমৎ জীতানন্দ মহাস্থবির সভাপতিত্ব করেন। অন্যান্য দের মধ্যে পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ এর সহসভাপতি শ্রীমৎ সুদর্শী স্থবির, পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রীমৎ কল্যাণশ্রী ভিক্ষু । পূণ্যানুষ্ঠানের প্রধান ধর্ম দেশক বিচিত্র ধর্ম কথিক গিজ্জাকুট বিদর্শন সাধনা কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অশ্বজিৎ ভিক্ষু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রি-স্মৃতি বিজরিত “শুভ বৈশাখী পূর্ণিমা” ২৫৬৬ বুদ্ধাব্দ অর্থাৎ বুদ্ধের জন্ম লাভ, বুদ্ধের বুদ্ধত্ব লাভ ও বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ করেন । তাই ত্রি-স্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা তিথিকে বৌদ্ধদের শুভ বুদ্ধ পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করা হয় । প্রতি বছর এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বী বা বৌদ্ধ জাতির গৌরবময় বুদ্ধের ইতিহাস, মহাকারুণিক ভগবান গৌতম বুদ্ধের অমোঘ সত্য বাণীর ইতিহাস, বুদ্ধের সত্য ধর্মের প্রচারের ইতিহাস, একত্রিশ লোকভূমির সকল সত্ত্বগণের হিতসুখ মঙ্গলের ইতিহাস, সকল প্রাণীর মুক্তির ইতিহাস, অহিংসা পরম ধর্মের ইতিহাস, সারা বিশ্বের শান্তির ললিত বাণীর ইতিহাস, বুদ্ধের জন্মের ইতিহাস, বুদ্ধত্ব লাভের ইতিহাস, মহাপরিনির্বাণের ইতিহাস স্মরণীয় ইতিহাস । বুদ্ধের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব লাভের লাভের স্মরণীয় ইতিহাসকে নিয়ে ধর্মীয় মর্যাদায় ভাবগাম্ভীর্যের মাধ্যমে বুদ্ধ জন্ম জয়ন্তী দিবসের উদযাপন করা হয়ে থাকে।
জগতের সকল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে বুদ্ধ জন্ম জয়ন্তী বা শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিস্কার দান, পিণ্ডদান ও নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয় । সবশেখে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
এছাড়াও সন্ধ্যায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপজেলা বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় ফানুস বাতি উত্তোলন করা হয়।