পানছড়ি রাবার ড্যামে মাছের পোনা অবমুক্ত করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন
চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : জেলার পানছড়ির চেঙ্গী নদীতে মাছের পোনা অবমুক্ত করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন ।
৯ মে ২০২২ সোমবার বিকালে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন, পানছড়ির পক্ষ থেকে পানছড়ি রাবার ড্যামে মাছের পোনা অবমুক্ত করন কর্মসূচি শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড’র সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক, অনিমেশ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক রব রাজা, আইন বিষয়ক সম্পাদক এড বেদারুল ইসলাম, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক, মোহাম্মদ হোসেন বাবু, জেলা যুবদল সভাপতি মাহবুবল আলম সবুজ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ,পানছড়ি উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, নুরুল কায়েস শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মহরম আলী, সদস্য সচিব মোঃ সেলিম সহ পানছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন।
এ সময় প্রধান অতিথি চেঙ্গী নদী শান্তিপুর এলাকায় উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করে বলেন, উপজেলা যুবদলের আমিষের ঘাটতি পুরনে এমন মহতি উদ্যোগ প্রসংশার দাবী রাখে।
এর আগে ওয়াদুদ ভূইয়া পানছড়ি কলাবাগান এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন সেখানে হাজারো নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও খোঁজ-খবর নেন।