Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

সয়াবিন তেল মজুদের দায়ে রামগড়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি : অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে জেলার রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৬ মে ২০২২ শুক্রবার বিকালে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে ডিলিং লাইসেন্স ব্যতিত ভোজ্য তেল এর ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করা এবং সয়াবিন তেল মজুদ এর অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স কে ১ লাখ টাকা এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রামগড়ের কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে খাঁন ট্রেডার্সে প্রায় ৫৭ হাজার লিটার তেল গোডাউনে মজুদ পাওয়া যায় এবং তাদের কারো ডিলিং লাইসেন্স ছিলোনা। বাজারে সংকট সৃষ্টিকারী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button