Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্মশালা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে লিডার শিপ টু এনসিউর এড্কুয়েট নিউট্রিশান প্রকল্পের সহযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাজেট প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ ২০২২ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিস মনিকা বড়ুয়া ,যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, কিরণ ত্রিপুরা, বিজয় চাকমা, পানছড়ি উপজেলার লিন কো -অডিনেটর ডরথী চাকমা সহ সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রত্যন্ত এলাকায় শিশু- কিশোরী ও গর্ভবতী মায়েদের খাদ্য পুষ্টির চাহিদা ও কিভাবে পুরণ করা যায় ? সে সব বিষয়ে বিষদ আলোচনা হয়।

Related Articles

Back to top button