Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাশীর্ষ সংবাদসারাদেশ

শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারেনা – কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি: প্রতিটি সমাজে, প্রতিটি রাষ্ট্রে যদি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে না উঠে তাহলে কখনো প্রকৃত উন্নয়ন সাধিত হয় না।কারণ শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারেনা।তাই প্রতিটি নাগরিককে সু শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্রে মানবিক ভাবে ভূমিকা রাখতে হবে।তবেই একটি উন্নতি সম্ভব। মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনি কক্ষ উদ্বোধন ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স ( প্রতিমন্ত্রী ) এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।

১ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে সময় মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কমিটির আয়োজনে বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় স্কুল কমিটির সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে ও অমর ত্রিপুরার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নিরুৎপল খীসা,পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম,, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাথ দেব ,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আহির উদ্দিন,এলাকার কার্বারী,জনপ্রতিনিধি,বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button