Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
পানছড়িতে বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশানের মত বিনিময় ও প্রশিক্ষণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :সন্ত্রাস জঙ্গীবাদ, করোনা প্রতিরোধ,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ সামাজিক সমস্যা নিরসন বিষয়ক মত বিনিময় ও প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশানের পানছড়ি উপজেলা অফিস।
২৩ ফেব্রুয়ারী ২০২২ বুধবার ইসলামি রিসোর্স সেন্টার মিলনায়তনে মাও.দানেশ আলীর সঞ্চালণায় ও সাধারণ কেয়ার টেকার ইসমাইল বিন ইউসুফের সভাপতিত্বে মত বিনিময় ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামি ফাউন্ডেশান উপজেলা সুপার ভাইজার মো, এরশাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগন উপস্থিত ছিলেন।
সভায় সন্ত্রাস জঙ্গীবাদ দমন, করোনা প্রতিরোধে করণীয়,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ সামাজিক সমস্যা নিরসনে করনীয় বিষয়ক আলোচনা করে প্রতিটি মসজিদে খুতবায় আলোচনা করতে বলা হয়।