Breakingচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মাথায় বহন করে মাইজ ভান্ডারের গিলাফ নিলেন দোরাই স্বামী

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারত সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী।

১৯ ফেব্রুয়ারী ২০২২ শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারির ১০৩ তম খোশরোজ শরীফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তর কালে ভারতীয় হাইকমিশনার এ মন্তব্য করেন। এর আগে বিক্রম কুমার দোরাই স্বামী মাথায় করেই মাজারের গিলাফ নিয়ে মাইজভান্ডারে প্রবেশ করেন। এ সময় মাজারের খাদেম গন তাকে স্বাগত জানান।

ভারত সরকারের পক্ষ থকে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারীর রওজা শরীফে গিলাফ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। সেখানে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছু নেই।’ তিনি বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপুর্ন সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থল বন্দর চালু হলে দু’দেশের অর্থনীতির পরিসর আরো ব্যাপক উন্নতি হবে।’

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আমন্ত্রণে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজ ভান্ডারির রওজা শরীফে গিলাফ চড়ান ভারতীয় হাই কমিশনার। এর আগে তিনি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারির সাথে তার বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, তরিকত ফেডারেশনের সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারী, তৈয়বুল বশর মাইজ ভান্ডারী সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button