Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে জিপিএ ৫ পেলো শারিরীক প্রতিবন্ধী দীপা নন্দী

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হলে পানছড়ি সরকারী কলেজে একমাত্র জিপিএ ৫ হিসেবে নাম আসে দীপা নন্দী। সে জেএসসি, এসএসসি ও বর্তমানে এইচএসসিতেও জিপিএ ৫ পেয়েছে।

দীপা নন্দির মা মানসিক ভারসাম্যহীন।বাবাও খোঁজ খবর নেয় না। ছোট থেকেই মামা মামীর সংসারে তাদের অনুপ্রেরণা ও উৎসাহে লালল পালন হয়ে আসছে।

এসএসসি পাশের পর ভর্তি অনিশ্চয়তায় তাকে লেখাপড়ার সুযোগ করে দেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। এতো সাফল্যের ভীড়ে তার উচ্চমাধ্যমিক শেষ হলেও বর্তমান তার ভবিষতে এগিয়ে যাওয়া অনেকটা অনিশ্চয়তার পথে বলে জানা তার মামী চুমকি বিশ্বাস।

তিনি জানান,ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য নেই আমাদের। নুন আনতে পান্থা ফুরানোর মতো অবস্থা। এই সময় তিনি এই মেধাবী শিক্ষার্থীর পাশে সহৃদয় ও মানবিক ভিত্তবানদের এগিয়ে এসে দিপা নন্দীর ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করতে তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা জানান,দীপা নন্দী শারিরীক প্রতিবন্ধী হলেও অত্যন্ত মেধাবী।সে যেন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে তার জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আগামীদিনেও যেন তার এই সাফল্য ধরে রাখতে পারে এই শুভ কামনা করছি।

Related Articles

Back to top button