চেঙ্গী দর্পন প্রতিবেদক,আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া ) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎ স্পর্শে সিয়াম খন্দকার ( ২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার বিকালে উপজেলার নুরপুর লামার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও নুরপুর লামার বাড়ি গ্রামের শাহ আলমের ছেলে।
জানা যায়, আগামীকাল ১৮ ডিসেম্বর শনিবার তার ছোট ভাইয়ের সুন্নতে খৎনা। বিকালের দিকে বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির সাথে আলোক সজ্জার কাজ করার সময় সিয়াম বিদ্যুৎপৃষ্ট হয়।
আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।