শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে পানছড়ি সাব জোনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়িতে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে বর্নাঢ্য র্যালী প্রীতি ফুটবল ম্যাচ সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে।
২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে পানছড়ি সেনা সাব জোনের উদ্যোগে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।স্থানীয় ক্রীড়ামোদীরা লাল-সাদা দলে ভাগ হয়ে ফুটবল ম্যাচে অংশ গ্রহন করেন।
খেলা উপভোগ করতে প্রধান অথিতি হিসাবে সেনা সাব জোন কমান্ডার মেজর শামীম রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,থানা ভারপ্রাাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আনচারুল করিম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পানছড়ি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, জেলা পরিষদের সাবেক সদস্য সতিশ চন্দ্র চাকমা,প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলাটি ১-১ গোলে ড্র হয়। এতে স্থানীয় এলাকাবাসী সম্প্রীতির বন্ধনেে আনন্দের সাথে খেলাটি উপভোগ করেন।