জনগণের মুখোমুখি খাগড়াছড়ির সংসদীয় প্রার্থীরা

খাগড়াছড়ি প্রতিনিধি :
“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”—এই প্রত্যয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী নাগরিক সংলাপ ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে সুজন—সুশাসনের জন্য নাগরিক, খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংসদীয় আসন ২৯৮ খাগড়াছড়ি-এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দেন।
মোট ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, বিদ্যুতায়ন, পর্যটন বিকাশ, নারী ক্ষমতায়ন, মাদক নিয়ন্ত্রণ এবং পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিকদের প্রশ্নের জবাব দেন তাঁরা। একই সঙ্গে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে তাঁদের সুস্পষ্ট কর্মপরিকল্পনাও তুলে ধরেন।
পর্যায়ক্রমে মঞ্চে উঠে প্রার্থীরা তাঁদের নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন। নাগরিকদের প্রশ্নের জবাবে তাঁরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি খাগড়াছড়িকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পর্যটনবান্ধব জনপদে রূপান্তরের অঙ্গীকারও উঠে আসে তাঁদের বক্তব্যে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ছিলেন— বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চেীধুরী, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর উশোপ্রু মারমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নূর ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা, গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা এবং স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ও সমীরণ দেওয়ান।
একজন প্রার্থী জিরুনা ত্রিপুরা অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় উপস্থিতদের মধ্যে কিছুটা কৌতূহল দেখা গেলেও, বাকি ১০ জন প্রার্থীর সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।
সুজন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন ইউসুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার।
এতে সুজনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
সুজন নেতৃবৃন্দ বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভোটারদের সচেতন করা, প্রার্থীদের প্রতিশ্রুতি জনসম্মুখে তুলে ধরা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা।




