খাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতি

পানছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা কাউছার আজিজীর গণসংযোগ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাউছার আজিজী গণসংযোগ কর্মসূচি পালন করে ন্যায়ের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।

 

 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পানছড়ি বাজার এলাকায় তিনি ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

 

গণ সংযোগ কালে মাওলানা কাউছার আজিজী বলেন, নির্বাচিত হলে পার্বত্য খাগড়াছড়ি জেলাকে একটি আধুনিক পর্যটন অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করাকে তিনি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

 

 

এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিছু প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নিয়োজিত নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অন্য প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে, যা ভোটের পরিবেশকে ব্যাহত করছে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। তিনি জানান, বিষয়টি পানছড়ি উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা জোরদার হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Back to top button