পার্বত্য অঞ্চলবান্দরবান

নিরাপত্তা ও সহায়তায় বম পরিবারের ঘরে ফেরা

থানচি (বান্দরবান):
বান্দরবান রিজিয়ন ও ৬৯ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১১ মাস ২২ দিন পর থানচি উপজেলার সীমান্তবর্তী থানচি ইউনিয়নের শেরকর পাড়ায় একটি বম পরিবার নিজ গ্রামে ফিরে এসেছে।

 

জানা যায়, গত ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পরিবারটি নিজ গ্রাম ছেড়ে প্রতিবেশী রাজ্য মিজোরামে গমন করে। দীর্ঘ ১১ মাস ১৯ দিন পর গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে তারা হরিনা হয়ে বান্দরবানে ফিরে আসে এবং সেখানে সাময়িকভাবে অবস্থান করে। পরবর্তীতে গত ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে পরিবারটি বাকলাই পাড়া সেনা ক্যাম্পে পৌঁছায়।

 

বাকলাই পাড়া সেনা ক্যাম্পে পৌঁছানোর পর আগত পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় শুকনা রসদ সরবরাহ করা হয়।

 

নিজ গ্রামে ফিরে এসে পরিবারের জ্যেষ্ঠ সদস্য সুন খুপ বম (৭৬) বলেন, “বান্দরবান রিজিয়নের বাকলাই পাড়া সেনা জোনের আওতাধীন থান্দুই পাড়া, সিমত্লাংপি পাড়া, প্রাতা পাড়া ও বাকলাই পাড়া থেকে বিভিন্ন সময়ে চলে যাওয়া বম পরিবারগুলো ধীরে ধীরে ফিরে এসে শান্তিপূর্ণভাবে বসবাস করছে—এ খবর পেয়ে আমরাও নিজ পাড়ায় ফিরে আসার সিদ্ধান্ত নিই। সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরতে পেরে আমরা কৃতজ্ঞ।”

 

এ বিষয়ে প্রাতা পাড়ার কারবারি পারকেলিং বম বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আমাদের পাশে ছিল এবং আছে। সেনাবাহিনীর সহযোগিতায় শূন্য হয়ে যাওয়া বম পাড়াগুলো আবারও প্রাণ ফিরে পাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

 

এ সময় বাকলাই পাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও পুনর্বাসন, নিরাপত্তা, চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সব ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি পাড়ার শিশু-কিশোরদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বানও জানান।

Related Articles

Back to top button