সীমান্ত নিরাপত্তায় বিজিবির সচেতনতামূলক সভা

থানচি (বান্দরবান):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক বান্দরবান জেলার থানচি উপজেলার ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সঙ্গে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ সভায় বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩২২, সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন উপস্থিত থেকে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগসহকারে শোনেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য দুষ্কৃতিকারী তৎপরতা, অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদকদ্রব্য পাচারসহ যে কোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি এ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রদান করার জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেন।
সভায় বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্তমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকার স্থিতিশীলতা ও স্থানীয় জনগণের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।




