Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পানছড়ি উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা-এর আয়োজনে এবং পানছড়ি উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব রুমানা আক্তার বলেন, ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ নির্বাচন ব্যবস্থাপনার মূল ভিত্তি। তাঁদের দক্ষতা, সততা ও নিরপেক্ষতার ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনেকাংশে নির্ভর করে। বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব কাজী ওয়াজেদ আলী (মাটিরাঙ্গা সার্কেল) বলেন, নির্বাচন কালীন আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর নিবিড় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

 

সভাপতির বক্তব্যে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা নাসরিন বলেন, ভোটারদের নিরাপত্তা, ভোটের গোপনীয়তা এবং নির্বাচন আচরণবিধি শতভাগ বাস্তবায়নে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ব শীলতার পরিচয় দিতে হবে। কোনো প্রকার চাপ বা প্রভাবকে উপেক্ষা করে আইনানুগভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।

 

 

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন পানছড়ি উপজেলা নির্বাচন অফিসার পলাশ চন্দ্র পাল। তিনি প্রশিক্ষণার্থীদের নির্বাচন সংশ্লিষ্ট আইন, বিধিমালা, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ও কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ভাবে অবহিত করেন।

 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩০ জন প্রিজাইডিং অফিসার, ১১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২১৯ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।

 

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন  কর্মশালায় আগত সকলের সহযোগীতা কামনা করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

Related Articles

Back to top button