পানছড়িতে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা

পানছড়ি, খাগড়াছড়ি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পানছড়িতে নির্বাচনী প্রচারনায় জেলা বিএনপির প্রধান উপদেষ্টার গণসংযোগ, লিফলেট বিতরণ পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি ২০২৬ ,বুধবার দিনব্যাপি গন সংযোগে জেলা নেতৃবৃন্দের সাথে পানছড়ি উপজেলায় বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করে।
গণসংযোগ, লিফলেট বিতরণ পথ সভায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব জাকিয়া জিনাত বিথী উপস্থিত ছিলেন।
এ সময় তিনি ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ওয়াদুদ ভূইয়া’র পক্ষে পানছড়ি প্রতিবন্ধী কল্যান সংঘের সদস্যদের সাথে মতবিনিময়, উপজলা সদর এলাকা সহ উল্টাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠানে অংশ নেন।
জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব জাকিয়া জিনাত বিথী বলেন, দীর্ঘদিন জনগণের পাশে ওয়াদুদ ভুঁইয়া ছিলেন ভবিষ্যতেও থাকবেন। পার্বত্যাঞ্চলের উন্নয়ন মূলক কাজ ও পাহাড়ি বাঙালি শান্তি সম্প্রীতি বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান।




